Advertisement

গাজীপুরে সাংবাদিক তুহিনের জানাজায় মানুষের ঢল

যুগান্তর

প্রকাশ: ৮ আগস্ট, ২০২৫

জানাজার আগের চিত্র। ছবি: যুগান্তর
জানাজার আগের চিত্র। ছবি: যুগান্তর

গাজীপুরে নিহত সাংবাদিক তুহিনের জানাজা সম্পন্ন হয়েছে। জুমার পর চান্দনা চৌরাস্তা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ নামাজ অনুষ্ঠিত হয়। এতে জড়ো হন হাজার হাজার মানুষ।

জুমার জামাত শেষে মুসল্লিরা খন্ড খন্ড মিছিল নিয়ে ঈদগাহ ময়দানে জড়ো হন । জানাজা শেষে ‘আয়োজনে গাজীপুরের সাধারণ মুসল্লি’-এর ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে এনসিপির নেতারাও বক্তব্য দেন।

জানাজার আগে গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি, ইসলামী আন্দোলনের মহানগর আমির মো. গাজী আতাউর রহমান, এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক আলী নাসেরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে গাজীপুর সাংবাদিক ইউনিয়নের আয়োজনে হত্যার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। শুক্রবার বেলা ১১টায় গাজীপুর প্রেস ক্লাবের সামনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় গাজীপুরের কর্মরত সাংবাদিকরা দ্রুত সময়ের মধ্যে তাদের সহকর্মী আসাদুজ্জামান তুহিনকে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি জানান। প্রকাশ্য দিবালোকে গাজীপুরের জনবহুল চৌরাস্তা এলাকায় এ নির্মম হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানান তারা। এ সময় সাংবাদিকরা গাজীপুরের বিভিন্ন জায়গায় চাঁদাবাজ, ছিনতাইকারী, সন্ত্রাসী ও মাদক কারবারের মদদদাতাদের চিহ্নিত করার দাবি তুলেন।

এ সময় সাংবাদিকরা বলেন, ঘটনার ১৭ ঘণ্টা পার হলেও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আসামিরা চিহ্নিত, তাদের সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে। এরপরও গ্রেফতার করতে না পারা প্রশাসনের ব্যর্থতা।

Lading . . .