Advertisement

ইতালিতে সড়কে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

যুগান্তর

প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৫

নিহত সুবেল কবিরাজ। ছবি: যুগান্তর
নিহত সুবেল কবিরাজ। ছবি: যুগান্তর

ইতালির রোমে সড়ক দুর্ঘটনায় মো. সুবেল কবিরাজ (৩৮) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে সুবেলের পরিবার তথ্যটি নিশ্চিত করে।

নিহত সুবেল কবিরাজ মাদারীপুর জেলার কালকিনি পৌরসভার পশ্চিম মিনাজদি এলাকার সাত্তার কবিরাজের বড় ছেলে।

তার পরিবার জানায়, সংসারের হাল ধরতে দীর্ঘদিন ধরে ইতালিতে অবস্থান করছিলেন সুবেল। সেখানের একটি কোম্পানিতে চাকরি করে পরিবারের জন্য অর্থের যোগান দিয়ে আসছিলেন তিনি। শুক্রবার রাতে রোমের সড়কে একটি গাড়ি চাপায় তার মৃত্যু হয়।

সুবেলের প্রতিবেশী সোহাগ ও স্বজন গোলাম কিবরিয়া জানান, সড়ক দুর্ঘটনায় রেমিট্যান্স যোদ্ধা সুবেলের অকাল মৃত্যুতে আমরা গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।

বিষয়টি কষ্টদায়ক বলে জানান কালকিনি থানার ওসি।

Lading . . .