Advertisement

নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকের ওপর হামলা

কালবেলা

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫

হামলায় আহত সাংবাদিক রুবেল আহমেদ প্রিন্স। ছবি : কালবেলা
হামলায় আহত সাংবাদিক রুবেল আহমেদ প্রিন্স। ছবি : কালবেলা

গাজীপুরের কাশিমপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাভার প্রতিনিধি রুবেল আহমেদ প্রিন্সের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় রুবেলসহ আরও ৩ জন আহত হন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে কাশিমপুরের কেপিজে হাসপাতাল সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন—সাইদুর রহমান (৩৫), ইয়াসিন আহমেদ (৩৬) ও শরীফুল ইসলাম (৩৫)। এদের মধ্যে সাইদুর রহমানের মাথায় আঘাত লেগে তিনটি সেলাই দিতে হয়েছে। রুবেল আহমেদের ডান হাত ভেঙে গেছে। অন্য দুজনের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে। আহতরা কেপিজে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নবীনগর-চন্দ্রা মহাসড়ক নিয়ে প্রতিবেদন তৈরির কাজ করছিলেন সাংবাদিক রুবেল আহমেদ প্রিন্স। এ সময় কেপিজে বিশেষায়িত হাসপাতালের পাশে একটি মাঠে কয়েকজন কিশোরকে এক নারীকে উত্ত্যক্ত করতে দেখেন তিনি। বিষয়টি প্রতিবাদ করলে উত্ত্যক্তকারীদের সঙ্গে থাকা ২৫ থেকে ৩০ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে রুবেল ও তার সহযোগীদের ওপর হামলা চালায়। পরে আহত অবস্থায় তারা কেপিজে হাসপাতালে চিকিৎসা নিতে গেলে হামলাকারীরা পুনরায় হাসপাতালে গিয়ে তাদের বাইরে টেনে বের করার চেষ্টা করে। তবে নিরাপত্তারক্ষীরা দ্রুত ফটক বন্ধ করে দিলে উত্ত্যক্ত ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়। খবর পেয়ে কাশিমপুর ও আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়।

আহত সাংবাদিক রুবেল আহমেদ প্রিন্স অভিযোগ করেন, স্থানীয় রিমেল ও তার অনুসারীরা এ হামলার নেতৃত্ব দিয়েছেন।

এ বিষয়ে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, এক নারীর সঙ্গে খারাপ ব্যবহারকে কেন্দ্র করে সাংবাদিক রুবেল প্রতিবাদ করেছিলেন। তখনই তাকে মারধর করা হয়। অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

Lading . . .