Advertisement

নারায়ণগঞ্জের জেনারেল হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সে আগুন

যুগান্তর

প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫

24obnd

নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের সামনে আগুন লেগে একটি অ্যাম্বুলেন্স ভস্মীভূত হয়ে গেছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের সামনে একটি রোগীবাহী অ্যাম্বুলেন্স রোগী নিয়ে ঢাকায় যাওয়ার জন্য অপেক্ষা করছিল। ড্রাইভার অ্যাম্বুলেন্স স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গেই গাড়িতে আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে গ্যাস নির্গত হয়ে গাড়ির ভিতরে জমাট বাঁধা ছিল। যে কারণে গাড়ি স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে স্পার্ক হয়ে অ্যাম্বুলেন্সটিতে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো গাড়িতে। আগুনে অ্যাম্বুলেন্সটি অল্প সময়ের মধ্যেই ভস্মীভূত হয়ে যায়। এতে অ্যাম্বুলেন্সের চালকের হাত আগুনে দগ্ধ হয়েছে। তবে রোগী বা রোগীর স্বজন কেউ আহত হননি।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডাক্তার জহিরুল ইসলাম জানান, একজন রোগীর জন্য অ্যাম্বুলেন্সটি হাসপাতালের সামনে এসেছিল। অ্যাম্বুলেন্স স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। আগুনে হাসপাতালের কোনো ক্ষতি না হলেও অ্যাম্বুলেন্সটি পুড়ে গেছে। হাসপাতালের সামনে থেকে অ্যাম্বুলেন্সটি রেকারের মাধ্যমে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ধারণা করেছে অ্যাম্বুলেন্সগুলো অনেক পুরোনো। গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকেই অগ্নিকাণ্ড হতে পারে। বিষয়টি ফায়ার সার্ভিস তদন্ত করে দেখবে।

Lading . . .