Advertisement

মির্জাপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর থানায় স্বামী

যুগান্তর

প্রকাশ: ২০ আগস্ট, ২০২৫

24obnd

টাঙ্গাইলের মির্জাপুরে শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে নিজের বাড়িতে এনে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন স্বামী আব্দুল লতিফ। স্ত্রীকে হত্যার পর সোমবার রাত ২টার দিকে তিনি স্বেচ্ছায় থানায় এসে ধরা দেন।

মঙ্গলবার টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে লতিফ মিয়া স্ত্রী হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেন।

সোমবার দুপুরে উপজেলার তরফপুর ইউনিয়নের তরফপুর নামাপাড়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। নিহত রোজিনা বেগম তরফপুর গ্রামের মুচিরচালা এলাকার হাসমত আলীর মেয়ে।

স্থানীয়রা জানান, লতিফ মিয়া দীর্ঘদিন প্রবাসে ছিলেন। প্রবাসে থাকা অবস্থায় স্ত্রী রোজিনা বেগম বিয়েবহির্ভূত সম্পর্কে জড়ান। বছর দুয়েক আগে লতিফ মিয়া দেশে এসে তার স্ত্রীকে সংশোধন করার চেষ্টা করেন। রোজিনা কৌশলে বিয়েবহির্ভূত সম্পর্ক চালিয়ে যেতে থাকেন। এ নিয়ে এক বছর ধরে তাদের মধ্যে ঝামেলা চলছিল।

জানা গেছে, এক সপ্তাহ আগে ঝগড়া হলে রোজিনা বাবার বাড়ি চলে যান। গত রোববার লতিফ শ্বশুরবাড়ি গিয়ে স্ত্রীকে বুঝিয়ে বাড়িতে নিয়ে আসেন। সোমবার সকালে ছেলেমেয়েদের স্কুলে পাঠিয়ে দিয়ে রোজিনা ঘরে শুয়েছিলেন। তখন লতিফ কুড়াল দিয়ে গলায় কোপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মির্জাপুর থানার ওসি রাশেদুল ইসলাম বলেন, রাত ২টার দিকে তিনি স্বেচ্ছায় থানায় এসে ধরা দেন। আদালতে হাজির করা হলে তিনি হত্যার দায়ও স্বীকার করেছেন।

আরও পড়ুন

Lading . . .