রাজবাড়ীর সড়কে ঝরল ২ মোটরসাইকেল আরোহীর প্রাণ
যুগান্তর
প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২৫

রাজবাড়ীর বাংলাদেশ হাট এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ওই স্থানে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই মোটরসাইকেল দ্রুত গতিতে কালুখালী থেকে পাংশার দিকে যাচ্ছিল। সংঘর্ষে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন- আরিফ (২২) এবং স্বাধীন (১৭)। আরিফ কালুখালীর মৃগী ইউনিয়নের ঘিকমালা গ্রামের বক্করের ছেলে এবং স্বাধীন পাংশা উপজেলার মৈশালা পালপাড়া গ্রামের অসিতের ছেলে।
পাংশা হাইওয়ে থানার ওসি হেলাল উদ্দিন জানিয়েছেন, লাশ উদ্ধার করে রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন