প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৫

কিশোরগঞ্জের হোসেনপুরে বিদেশ পাঠানোকে কেন্দ্র করে লেনদেনের টাকা নিয়ে বিরোধের জেরে শরীফুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই ও ভাগ্নে গুরুতর আহত হয়েছেন। সোমবার রাতে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে এ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িতে আগুন ধরিয়ে দেয় শরীফুল ইসলামের স্বজনরা।
নিহত শরীফুল ইসলাম (২৭) উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের উত্তর গোবিন্দপুর গ্রামের মৃত আলীম উদ্দিনের ছেলে।
আহতরা হলেন- শরীফুলের বড় ভাই মাসুদ রানা (৪০) ও ভাগ্নে উজ্জ্বল মিয়া (৩৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, মাসুদ রানা দীর্ঘদিন ধরে বিদেশে লোক পাঠানোর কাজ করতেন। সম্প্রতি একই গ্রামের মজিবুর রহমানের শ্যালককে বিদেশে পাঠানোর কথা ছিল তার। বিমানের টিকিট বাবদ মজিবুরের কাছ থেকে ৬০ হাজার টাকা নেন মাসুদ রানা; কিন্তু সময়মতো টিকিট ব্যবস্থা না হওয়ায় সোমবার রাতে মাসুদের দোকানে গিয়ে তাকে না পেয়ে দোকানের সামনে বসে থাকা শরীফুল ইসলামের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন মজিবুর। একপর্যায়ে শরীফুলের পেটে ছুরি ঢুকিয়ে দেন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে মাসুদ রানা ঘটনাস্থলে গিয়ে মজিবুরকে জিজ্ঞাসাবাদ করলে তাকেও ছুরিকাঘাত করা হয়। দূর থেকে এ ঘটনা দেখে এগিয়ে এলে ভাগ্নে উজ্জ্বল মিয়াকেও ছুরিকাঘাত করে মজিবুর। এ ঘটনার পর তিনি পালিয়ে যান।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে নিলে চিকিৎসক শরীফুলকে মৃত ঘোষণা করেন। মাসুদ রানা ও উজ্জ্বল মিয়াকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
মঙ্গলবার সকালে নিহতের লোকজন প্রতিশোধ নিতে হামলাকারী মজিবুরের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। এতে তাদের পাঁচটি ঘর ভস্মীভূত হয়।
নিহত শরীফুলের বোন জামাই মো. গোলাপের অভিযোগ, পরিকল্পিতভাবে তার শ্যালককে হত্যা করা হয়েছে। প্রতিপক্ষ নিজেদের ঘরে নিজেরাই আগুন লাগিয়ে এখন আমাদের ফাঁসানোর চেষ্টা করছে।
হোসেনপুর থানার ওসি মারুফ হোসেন বলেন, মাসুদ রানা ও মজিবুরের মধ্যে আগে থেকে বিরোধ ছিল। ওই জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার তদন্ত চলছে, এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।