স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যার পর স্বামীর আত্মসমর্পণ
প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫

গাজীপুরের কাশিমপুরে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যার পর পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন রাকিব হাসান (২২) নামে এক যুবক। শুক্রবার (৮ আগস্ট) রাত ৮টার দিকে কাশিমপুর ২ নম্বর ওয়ার্ডের চক্রবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেফতার হওয়া রাকিব বগুড়া জেলার লতিফপুর এলাকার মো. জসিম উদ্দিনের ছেলে। আর নিহত নারীর নাম জেমি (১৯)। তিনি দিনাজপুরের শেতাবগঞ্জ থানার মিচরি গোলা গ্রামে মৃত জাহিদুল ইসলামের মেয়ে।
পুলিশ জানায়, স্ত্রী জেমিকে বালিশ চাপা দিয়ে হত্যা করে জাতীয় জরুরি পরিষেবা ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি জানায় রাকিব। পরে বিষয়টি কাশিমপুর থানায় জানানো হলে, ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
তবে কি কারণে জেমিকে হত্যা করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।
কাশিমপুর থানার এসআই লিটন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত নারীর নিথর দেহের পাশে কাঁদছিল দুই বছরের শিশু সন্তান তাজিম ও দুই মাসের আরেক শিশু রাইসা আক্তার জেরীন।
পুলিশের এ কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।