মুন্সিগঞ্জে ‘গত আগস্টে লুট করা অস্ত্র’ দিয়ে পুলিশের ওপর হামলা
কালবেলা
প্রকাশ: ২৬ আগস্ট, ২০২৫

মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৩ আগস্ট) সন্ধ্যার দিকে পুলিশের বিশেষ অভিযান পরিচালনার সময় অতর্কিতে আক্রমণ চালায় ‘সন্ত্রাসীরা’।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ দাবি করেন, গত বছরের আগস্টে আশপাশের বিভিন্ন থানায় হামলা চালিয়ে যেসব অস্ত্র লুট করা হয়েছিল, এ হামলায় সেসব অস্ত্রই ব্যবহার করা হয়েছে।
ওসি আজাদ আরও জানান, হামলাকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর হেলমেট, বুলেটপ্রুফ ভেস্ট পরা ছিল। তারা অবৈধ বালুমহাল নিয়ন্ত্রণ ও স্থানীয় পর্যায়ে চাঁদাবাজির সঙ্গে যুক্ত।
হামলার মুখে পুলিশ পাল্টা গুলি চালালে একপর্যায়ে পালিয়ে যায় ‘সন্ত্রাসীরা’। এতে পুলিশের কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
সূত্র : বিবিসি বাংলা