Advertisement

বাবা হারালেন চবি শিক্ষক কুশল চক্রবর্ত্তী

কালবেলা

প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫

জগদীশ চন্দ্র চক্রবর্ত্তী। পুরোনো ছবি
জগদীশ চন্দ্র চক্রবর্ত্তী। পুরোনো ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক কুশল বরণ চক্রবর্ত্তীর পিতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জগদীশ চন্দ্র চক্রবর্ত্তী পরলোকগমন করেছেন।

বুধবার (০৬ আগস্ট) বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭৯ বছর।

তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার (০৭ আগস্ট) দুপুরে মাদারীপুর শহরে জগদীশ চন্দ্রের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

কুশল বরণ চক্রবর্ত্তী এ তথ্য নিশ্চিত করে কালবেলাকে জানান, বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে মাদারীপুর কোর্ট প্রাঙ্গণে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তার প্রয়াত পিতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জগদীশ চন্দ্র চক্রবর্ত্তীকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হবে। এছাড়া মাদারীপুর বারের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানানো হবে।

এদিকে জগদীশ চন্দ্র চক্রবর্ত্তীর পরলোকগমনে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা। বুধবার সন্ধ্যায় এক শোকবার্তায় তারা প্রয়াতের আত্মার শান্তি কামনা এবং শোক-সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

Lading . . .