Advertisement

মানিকগঞ্জে রাস্তা বন্ধ করে দিল বিএনপি নেতা, স্থানীয়দের বিক্ষোভ-মানববন্ধন

যুগান্তর

প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫

24obnd

মানিকগঞ্জ শহরের পশ্চিম দাশড়া এলাকার চলাচলের গুরুত্বপূর্ণ রাস্তাটি বন্ধ করে দিয়েছেন বিএনপির নেতা আলী আশরাফ। এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় হাজারো মানুষ।

শনিবার সকালে রাস্তাটি খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ এলাকার স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষকসহ এলাকাবাসি।

স্থানীয়রা জানান, প্রায় ১৩ ফুট প্রশস্ত রাস্তাটি ২৫ বছর ধরে জনসাধারণ চলাচল করে আসছিলেন। হঠাৎ সেটি বন্ধ করে দেওয়ায় এখন শিক্ষার্থীদের স্কুল-কলেজে যেতে ঘুরপথে যেতে হচ্ছে।

মানিকগঞ্জ সরকারি গার্লস স্কুলের ৯ম শ্রেণীর শিক্ষার্থী ফারজানা আক্তার বলেন, যেখানে ৫ মিনিটে স্কুলে পৌঁছানো যেত, এখন সেখানে এক ঘণ্টা লেগে যাচ্ছে। এতে পড়াশোনার পাশাপাশি সময় নষ্ট হচ্ছে।

ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বিএনপি কর্মী এটিএম কামাল বলেন, আমরা সবাই বিএনপির কর্মী। মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অধিকার কারও নেই। যদি রাস্তাটি দ্রুত না খোলা হয়, তাহলে জনগণের ক্ষোভ বাড়বে।

জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুল আলম উজ্জল বলেন, আলী আশরাফ ইচ্ছাকৃতভাবে বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে এ কাজ করেছেন। কোমলমতি শিক্ষার্থীদের কষ্ট দিয়ে তিনি জনবিচ্ছিন্ন হয়ে পড়বেন। দ্রুত রাস্তা খুলে না দিলে এলাকাবাসী কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

এ ঘটনায় এলাকাবাসীর সঙ্গে শিক্ষকরাও মানববন্ধনে অংশ নেন।

মহাদেবপুর ডিগ্রি কলেজের প্রভাষক পারভিন বেগম বলেন, কোনো বিবেকবান মানুষ এভাবে জনদুর্ভোগ সৃষ্টি করতে পারেন না। আমি মনে করি, তিনি বিবেকের কাছে প্রশ্ন রেখে রাস্তাটি উন্মুক্ত করে দেবেন।

মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. ইন্তাজ উদ্দিন বলেন, এটি আমাদের দীর্ঘদিনের চলাচলের পথ। হঠাৎ বন্ধ করে দেওয়ায় আমরা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি। জনগণের স্বার্থেই দ্রুত রাস্তাটি খুলে দিতে হবে।

জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাসিম উদ্দিন বলেন, প্রতিদিন এই রাস্তা দিয়ে কয়েকশ শিক্ষার্থী ও সাধারণ মানুষ যাতায়াত করেন। বিএনপি নেতা আলী আশরাফ প্রশাসনিক প্রভাব খাটিয়ে রাস্তা বন্ধ করেছেন। এটি মানিকগঞ্জবাসী কোনোভাবেই মেনে নেবে না।

অন্যদিকে, আলী আশরাফ দাবি করেছেন রাস্তাটি কোনো সরকারি সম্পত্তি নয়, বরং তাদের পারিবারিক জমির ওপর নির্মিত।

তিনি বলেন, এটা আমাদের ব্যক্তিগত রাস্তা। জোর-জবরদস্তি করে কেউ রাস্তা আদায় করতে পারবে না।

Lading . . .