প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল ইসলাম নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মুন্সীগঞ্জ জেলা গণঅধিকার পরিষদ ও অঙ্গ সংগঠন।
শনিবার (৩০ আগস্ট) গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি জাহিদুর রহমানের নির্দেশে বিক্ষোভ মিছিলে মুন্সীগঞ্জ জেলার গণঅধিকার পরিষদের বিভিন্ন নেতাকর্মীরা দলে দলে যোগদান করেছেন।
বিক্ষোভ মিছিলটি শ্রীনগর উপজেলার ডাক বাংলা মোড় থেকে ছনবাড়ী ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেন ৩০ মিনিট অবরোধ করে রাখেন। এরপর মাওয়ামুখী লেন অবরোধ করেন। পরে প্রশাসনের অনুরোধে গণঅধিকারের পরিষদের নেতারা সরে আসেন।
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুন্সীগঞ্জ জেলা গণঅধিকার পরিষদ মো. শহিদুল ইসলাম সেতু, শ্রীনগর উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আহসান হাবীব শ্যামল, সহসভাপতি মো. রিপন শেখ, সহসভাপতি ওহাব দেওয়ান, সাধারণ সম্পাদক মো. জাহিদ আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক মো. আলামিন মাঝি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরাফাত শেখ সোহাগ, দপ্তর সম্পাদক মো. রাসেল, সিনিয়র সহসাধারণ সম্পাদক মো. বাবুল, সহসাধারণ সম্পাদক মো. সামাদ, অর্থ বিষয়ক সম্পাদক মো. উজ্জ্বল হোসেন, মুন্সীগঞ্জ জেলা যুব অধিকার পরিষদ সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ বেপারী, শ্রীনগর উপজেলা যুব অধিকার পরিষদ সভাপতি মো. ইথেন মৃধা, সাধারণ সম্পাদক মো. রাফিনসহ মুন্সীগঞ্জ জেলা গণঅধিকার পরিষদ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা প্রমুখ।
আরও পড়ুন