আলফাডাঙ্গায় যুবদল-স্বেচ্ছাসেবক দলের মারামারি
যুগান্তর
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৫
-68c055372cf2f.jpg)
ফরিদপুরের আলফাডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মারামারিতে জড়িয়েছেন।
মঙ্গলবার দুপুরে পৌর সদরের থানা গেটের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, থানায় জমিজমা নিয়ে একটি সালিশকে কেন্দ্র করে উপজেলা যুবদলের আহ্বায়ক শাহিন মোল্লা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান দাউদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে আলফাডাঙ্গা থানার গেটের সামনে মারামারিতে জড়ায় দুইপক্ষ।
তাৎক্ষণিকভাবে কোনো পক্ষের নেতাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।
আলফাডাঙ্গা থানার ওসি মো. শাহজালাল আলম বলেন, কী নিয়ে কারা মারামারি করেছে, তা জানা নেই। এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগও করেননি।