Advertisement

পুলিশের ওপর কয়েক দফা হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

যুগান্তর

প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫

24obnd

গাজীপুরের শ্রীপুরে একাধিক মামলার এক আসামিকে পুলিশের ওপর দফায় দফায় হামলা চালিয়ে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এসময় দুর্বৃত্তরা শ্রীপুর থানা ও গোয়েন্দা পুলিশের দুটি গাড়িতে হামলা চালায়। হামলায় পুলিশের সাত সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ৮টার দিকে শ্রীপুর পৌরসভার টেংরা রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন এএসআই শহিদুল ইসলাম, এএসআই এমদাদ ও এসআই নাজমুল ইসলাম।

আসামি সুমন মিয়া উপজেলার বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আহত এএসআই শহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন এলাকার ত্রিমোহনী ব্রিজ থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ। এ সময় আসামিকে গাড়িতে উঠিয়ে থানার উদ্দেশ্যে রওনা হলে দুর্বৃত্তরা প্রথমে বরমী এলাকায় হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এরপর ২য় দফায় সাতখামাইর, ৩য় দফায় টেংর ডিবার পার এলাকায় হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। সবশেষ শ্রীপুর পৌর শহরের টেংরা রাস্তার মোড় এলাকায় ওই সুমনকে বহনকারী পুলিশের গাড়ি আটকে পুলিশকে মারধর করে আসামিকে ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।

এদিকে আসামি ছিনতাইয়ের ঘটনায় শ্রীপুর পৌরশহরে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালিবের নেতৃত্বে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করা হয়েছে।

বিএনপি ও জামায়াতে ইসলামের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা করে পুলিশকে আহত করে আসামি ছিনতাইয়ের ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ জানান। ছিনতাই হওয়া শীর্ষ সন্ত্রাসীর সুমন শেখের সঙ্গে এনসিপি নেতাদের যোগসূত্র রয়েছে বলে অভিযোগ রয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, জেলা গোয়েন্দা পুলিশ প্রথমে ত্রিমোহনী ব্রিজ এলাকা থেকে সন্ধ্যা ৭টার দিকে আটক করে এই শীর্ষ সন্ত্রাসীকে। এরপর অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে যায়। কয়েক দফা হামলার পর ছিনিয়ে নেওয়া হয় আসামি। এ সময় পুলিশের কয়েক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় জেলা থেকে অতিরিক্ত পুলিশ আনা হচ্ছে এবং ছিনতাই হওয়া আসামিকে গ্রেফতারের জোর তৎপরতা চলছে।

আরও পড়ুন

Lading . . .