গোসাইরহাটে সাবেক অধ্যক্ষের অনিয়মের সত্যতা পেয়েছে দুদক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৫
-68c04cc567763.jpg)
গোসাইরহাট সরকারি শামসুর রহমান কলেজের সাবেক অধ্যক্ষ মো. মোজে আলী হাওলাদারের বিরুদ্ধে ভারপ্রাপ্ত অধ্যক্ষ থাকাকালীন প্রতিষ্ঠানের টাকা আত্মসাতের অভিযোগের বিষয়ে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ২ ঘণ্টা চলে এ অনুসন্ধান কার্যক্রম। পাঁচ সদস্যবিশিষ্ট দুদক টিমের অভিযানের নেতৃত্ব দেন মাদারীপুর সহকারী পরিচালক টিম লিডার আখতারুউজ্জামান ও উপসহকারী পরিচালক মো. সাইদুর রহমান।
অভিযানের এনফোর্সমেন্ট টিম লিডার আখতারুউজ্জামান বলেন, গোসাইরহাটে সরকারি শামসুর রহমান কলেজের মোজে আলী হাওলাদারের বিরুদ্ধে ভারপ্রাপ্ত অধ্যক্ষ থাকাকালীন নিয়মবহির্ভূতভাবে ৫ লাখ ৮৪ হাজার টাকা আত্মসাৎ ও কলেজটির দুই একর ৪৭ শতাংশ জমি বিধিবহির্ভূতভাবে এওয়াজ বদলের অভিযোগের বিষয়ে অভিযান পরিচালনা করে তদন্ত শেষে বিষয়গুলোর প্রাথমিক সত্যতা পাওয়া যায় বলে জানায় দুদক।