Advertisement

শেখ হাসিনার ইলেকশন ইঞ্জিনিয়ারিংও হার মেনেছে: মুন্না

যুগান্তর

প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২৫

বক্তব্য রাখছেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। ছবি: যুগান্তর
বক্তব্য রাখছেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। ছবি: যুগান্তর

যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, ডাকসু ও জাকসু নির্বাচনের অভিজ্ঞতা প্রমাণ করেছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে শেখ হাসিনাকেও হার মানিয়েছে তারা। আপাতত তারা এতে সফল হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজ ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক মঞ্চের বিরুদ্ধে মাঠে থাকবে।

শুক্রবার বেলা ১১টার দিকে কিশোরগঞ্জ শহরের বড় বাজার ব্রিজ এলাকায় নরসুন্দা নদীর কচুরিপানা ও ময়লা আবর্জনা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোনায়েম মুন্না বলেন, ডাকসু নির্বাচনে ছাত্রশিবির কারচুপি ও ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জিতেছে; কিন্তু এনসিপি, উমামা ফাতেমা ও স্বতন্ত্রসহ সব প্যানেল এ নির্বাচনকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। জামায়াতপন্থি উপাচার্য ও প্রক্টর প্রভাব খাটিয়ে পুরো নির্বাচনকে কলুষিত করেছেন।

তিনি বলেন, ৫ আগস্টের পর সারা দেশের মানুষ এ ডাকসু নির্বাচনের দিকে তাকিয়েছিল; কিন্তু শেষপর্যন্ত তারা একটি কলঙ্কিত অধ্যায় রচনা করেছে। জাকসুতেও একই প্রক্রিয়া নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়, তাই ছাত্রদল নির্বাচন বর্জন করেছে। দুটি নির্বাচনেই ছাত্রদল কোনো ধরনের বিশৃঙ্খলায় যায়নি। আমরা জনগণকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।

জাতীয় নির্বাচন প্রসঙ্গে যুবদল সভাপতি বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত হলে এবং নেতাকর্মীরা রাজপথে থেকে ভোট কেন্দ্র পাহারা দিলে জনগণের বিপক্ষে গিয়ে কেউ ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে পারবে না। তবে ক্ষমতাসীনরা অবশ্যই চেষ্টা করবে।

কিশোরগঞ্জ শহরের মাঝপথ দিয়ে প্রবাহিত নরসুন্দা নদী পরিষ্কার অভিযানে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, সিনিয়র সহ-সভাপতি মুস্তাক আহমেদ শাহীন প্রমুখ।

এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন জানান, তারেক রহমানের নির্দেশে নরসুন্দা নদীর বড় বাজার ব্রিজ এলাকায় পানিপ্রবাহ সচল রাখতে এ বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করা হয়েছে।

তিনি বলেন, নদীকে দখল ও দূষণমুক্ত রাখতে নিয়মিতভাবে এ ধরনের উদ্যোগ চলবে।

কিশোরগঞ্জ শহরবাসী যুবদলের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নদী পরিষ্কার কার্যক্রম অব্যাহত থাকলে পরিবেশ-প্রতিবেশ রক্ষা হবে এবং সুস্থ নগর গড়তে বড় ভূমিকা রাখবে।

Lading . . .