Advertisement

বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

যুগান্তর

প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫

24obnd

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়কের এক্সপ্রেসওয়ে মডেল মসজিদের সামনে বাসের ধাক্কায় বিল্লাল খান (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের বাড়ি ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামে। তিনি দেলোয়ার খানের ছেলে।

বুধবার (৬ জুলাই) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও ২ আরোহী। আহতরা হলেন হাফিজুর রহমান (৩২) ও মাহবুব মিয়া (২৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, দ্রুতগামী স্টার ডিলাক্স নামের একটি পরিবহণ পেছন থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। মোটরসাইকেলটি বাসের সামনের দিকে নিচে চলে যায়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের চালক নিহত হন, গুরুতর আহত হন ২ আরোহী। আহত দুজনকে ভাঙ্গা থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মামুন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা স্টার ডিলাক্স নামের একটি বাস ভাঙ্গা এক্সপ্রেসওয়ে মডেল মসজিদের সামনে পৌঁছলে তিন হোন্ডা আরোহীকে চাপা দেয়। আহতদের ভাঙ্গা থেকে ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। বাসের চালক পালিয়ে গেছেন। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

অ্যাম্বুলেন্স উল্টে ড্রাইভারসহ আহত ৩

এদিকে বুধবার সকালে ভাঙ্গা উপজেলার সলিলদিয়া নামক স্থানে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ে এক্সপ্রেসওয়ের উপর উল্টে যায়। এতে অ্যাম্বুলেন্সে থাকা ড্রাইভারসহ তিনজন গুরুতর আহত হন।

আরও পড়ুন

Lading . . .