প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে মুন্সীগঞ্জের সিরাজদিখানে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় বালুচর ইউনিয়নের কালীনগর ৮নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এ সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন বালুচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল লতিব এবং সঞ্চালনা করেন সদস্যসচিব আবুল হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি ও মুন্সীগঞ্জ-১ আসনের মনোনয়নপ্রত্যাশী শেখ মো. আব্দুল্লাহ। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুল, খাসমহল বালুচর ইউনিয়ন চেয়ারম্যান আওলাদ হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নূর হোসেন ও মো. আমিন উদ্দিন চৌধুরী, দপ্তর সম্পাদক অহিদুল ইসলাম অহিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিদ্দিক মোল্লা, উপজেলা যুবদল আহ্বায়ক মো. ইয়াছিন সুমন, সদস্যসচিব শাহাদাৎ শিকদারসহ স্থানীয় বিএনপি, যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় শেখ মো. আব্দুল্লাহ বলেন, গত ১৭ বছরে বিএনপি নেতাকর্মীরা স্বাধীনভাবে চলতে পারেননি। তাদের ওপর হামলা, মামলা ও জেল-জুলুম চালানো হয়েছে। বিএনপি এ দেশের মাটি ও মানুষের সংগঠন। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধেই নেতাকর্মীরা লড়াই চালিয়ে গেছেন।
তিনি আরও বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় জুন-জুলাইয়ের আন্দোলনে সরকারের পতন ঘটেছে। বিএনপি দেশের বৃহত্তম রাজনৈতিক দল। নির্ধারিত সময়ে নির্বাচনের মাধ্যমে বিএনপি জনগণের সমর্থনে সরকার গঠন করবে, ইনশাল্লাহ। তারেক রহমানের প্রণীত ৩১ দফা বাস্তবায়িত হলে বাংলাদেশ আর পিছিয়ে থাকবে না।
আরও পড়ুন