Advertisement

কোনাবাড়ীতে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির বিজয় মিছিল

যুগান্তর

প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫

24obnd

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরের কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান মামুনের নেতৃত্বে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল ৫টায় র্যালিটি কোনাবাড়ী বিসিকের ১নং গেট থেকে শুরু করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে পুনরায় বিসিকের ১নং গেটে এসে শেষ হয়।

এ সময় তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক- এই স্লোগানসহ অন্যান্য স্লোগানে মুখরিত হয় মিছিলটি। বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ প্রায় সহস্রাধিক লোক উক্ত মিছিলে অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি, সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. ইব্রাহীম মিয়াজী, কোনাবাড়ী মেট্রো থানা যুবদলের আহ্বায়ক শেখ সাইফুল ইসলাম সবুজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. জালাল উদ্দিন, ১০নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. আয়নাল হোসেন, কোনাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকারিয়া সরকার হিমেল, কোনাবাড়ী থানা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান হোসেন হৃদয়, গাজীপুর মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. মোজাম্মেল হক, কোনাবাড়ী থানা জাসাসের আহ্বায়ক আওলাদ হোসেন মামুন, সদস্য সচিব সেলিম রানা জয়, ১০নং ওয়ার্ড ইমারত নির্মাণ শ্রমিকের সভাপতি মো. রেজাউল ইসলাম, কোনাবাড়ী থানা ইমারত নির্মাণ শ্রমিকের সভাপতি ইসমাইল হোসেন রনি, গাজীপুর মহানগর মহিলা দলের সহ সাধারণ সম্পাদক কোহিনূর কনক, কোনাবাড়ী থানা বিএনপি সহ-সভাপতি আসাদুল হক, ১০নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফ আলম, কোনাবাড়ী মেট্রো থানা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার মোড়ল রুবেলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

আরও পড়ুন

Lading . . .