Advertisement

দুহাত না থাকা জসিম এবার জাতীয় পরিচয়পত্র পাচ্ছেন

যুগান্তর

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫

ইউএনও অফিসে জসিম মাতুব্বর। ছবি: যুগান্তর
ইউএনও অফিসে জসিম মাতুব্বর। ছবি: যুগান্তর

ফরিদপুরের নগরকান্দা উপজেলার জসিম মাতুব্বর (২৬) এবার পেতে যাচ্ছেন জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড)। দু’হাত না থাকায় এনআইডি কার্ড মিলছিল না তার।

বিষয়টি নিয়ে দৈনিক যুগান্তরে প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের দৃষ্টিগোচর হয়। নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসারের ঐকান্তিক প্রচেষ্টায় এবার জাতীয় পরিচয়পত্র পেতে যাচ্ছে জসিম মাতুব্বর।

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন যুগান্তরকে বলেন, বিষয়টি পত্রিকান্তরে জেনে জসিম মাতুব্বরের সঙ্গে যোগাযোগ করে তাকে ডেকে এনে এনআইডি কার্ড প্রাপ্তির সমস্ত কাজগুলো সম্পন্ন করেছি।

তিনি বলেন, এ বিষয়ে নির্বাচন কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। আশা করছি, আগামী ৭ দিনের মধ্যে জসিম মাতুব্বর এনআইডি কার্ড হাতে পাবে। সেই সঙ্গে দৈনিক যুগান্তরকে ধন্যবাদ জানাই সংবাদ প্রকাশের জন্য।

ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কদমতলী গ্রামের বাসিন্দা হানিফ মাতুব্বরের ছেলে জসিম মাতুব্বর দু’হাত না থাকায় পা দিয়ে লিখেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে এখন ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র।

শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে জসিম আরও সামনে এগিয়ে যেতে চান। তবে তার চলার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড)। জসিম মাতুব্বর নিয়মিত পড়াশোনার পাশাপাশি ফল, শাক-সবজির ব্যবসা করে সংসার চালিয়ে আসছিলেন। গত তিন বছর বিভিন্ন দফতরে ঘুরেও তার জাতীয় পরিচয়পত্র পাননি। তিনি ভোটারও হতে পারেননি।

ভুক্তভোগী জসিম মাতুব্বর বলেন, আমার দু’টি হাত না থাকায় পা দিয়ে লিখে এসএসসি ও এইচএসসি পাস করেছি। এখন আমি সরকারি রাজেন্দ্র কলেজে ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র। অনেক ঘুরাঘুরি করে আমার জাতীয় পরিচয়পত্র পাচ্ছিলাম না। অবশেষে ইউএনও স্যারের প্রচেষ্টায় এন আইডি কার্ড পেতে যাচ্ছি। আমার খুব আনন্দ হচ্ছে। কার্ড পেলে ভোটার হয়ে আগামী নির্বাচনে ভোটও দিতে পারবো। এছাড়া সরকারি-বেসরকারি চাকরি পেতে এই জাতীয় পরিচয়পত্র আমার আগামীর পথচলাকে মশৃণ করবে।

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন বলেন, জন্ম থেকে দুই হাত না থাকা সত্বেও অদম্য মনোবল আর পরিশ্রমের মাধ্যমে পা দিয়ে লিখে এইচএসসি পাস করেছে জসিম। তবুও দীর্ঘদিন ধরে জাতীয় পরিচয়পত্র না পাওয়ায় সে নানা সমস্যার মুখে পড়েছিল। পত্রিকান্তরে এমন পরিস্থিতি জানতে পেরে অবশেষে জসিমের পাচ্ছে এনআইডি। আমরা বিশ্বাস করি, জসিমের মতো প্রতিটি সংগ্রামী তরুণ তার প্রাপ্য অধিকার পাবে এবং সমাজে এগিয়ে যাবে নতুন অনুপ্রেরণা হয়ে।

আরও পড়ুন

Lading . . .