Advertisement

সাংবাদিক রুবেলের ওপর সন্ত্রাসী হামলা, আহত ৩

যুগান্তর

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫

ছবি: যুগান্তর
ছবি: যুগান্তর

গাজীপুর মহানগরের কাশিমপুরে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাভার প্রতিনিধি রুবেল আহমেদ প্রিন্সের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এসময় তিনি সহ আরও তিনজন আহত হন।

রোববার (২১ সেপ্টেম্বর) বিকালে কাশিমপুরের কেপিজে হাসপাতাল সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল আহমেদ প্রিন্সসহ কয়েকজন ওই হাসপাতালের পাশে কাশফুল দেখতে গেলে কয়েকজন যুবক তাদের সেখানে যেতে বাধা দেয়। এ নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে তারা হামলার শিকার হন। হামলায় গুরুতর আহত তিনজনকে তাৎক্ষণিকভাবে কেপিজে মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে কাশিমপুর থানার ওসি মনিরুজ্জামান বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনা শুনেছি। গ্রেফতারের ব্যপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Lading . . .