প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫

শিল্পাঞ্চল আশুলিয়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। তাদের দেওয়া তথ্যের ভিত্তেতে একটি বাড়ি থেকে দেশীয় অস্ত্র, চাইনিজ কুড়াল, স্টেনগান, ওয়াকি-টকি সেট, জাল টাকা ও দেহ ব্যবসার আলামত উদ্ধার করা হয়।
শুক্রবার (২৯ আগস্ট) রাত ১০ টার দিকে আশুলিয়ার জামগড়া মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলো — খুলনার রূপসা থানাধীন বাগমারা এলাকার আব্দুল রাজ্জাকের ছেলে রবিউল মুন্সি, টাঙ্গাইলের গোপালপুর থানাধীন মধ্যপাড়া এলাকার আব্দুল শেখের ছেলে নাসির শেখ, একই জেলার ঘাটাইল উপজেলার ওলিপুর এলাকার হোসেন শহীদের ছেলে মো. জনি এবং বগুড়ার ধুনট উপজেলার ঘোষাইবাড়ী এলাকার শ্রী মানিকের ছেলে শ্রী শভু কুমার।
যৌথবাহিনী জানায়, শুক্রবার রাত ১০টার দিকে আশুলিয়ার জামগড়া মোড় এলাকায় এক দম্পতিকে কিশোর গ্যাংয়ের সদস্যরা প্রথমে উত্যক্ত করে, পরে তাদেরকে অপহরণ করে নিয়ে যায়।
এলাকাবাসীর মাধ্যমে মব সন্ত্রাসের তথ্য পেয়ে জামগড়া আর্মি ক্যাম্প তাৎক্ষণিকভাবে যৌথবাহিনী টহল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এ দম্পতিকে উদ্ধারের জন্য জামগড়া চৌরাস্তা এলাকার শরীফ চৌধুরীর বাসায় অভিযান চালায়। সেখান থেকে দেশীয় অস্ত্র, চাইনিজ কুড়াল, স্টেনগান, ৪টি সুইস নাইফ , ৭টি মেসেটে, ওয়াকিটকি সেটসহ জাল টাকা ও দেহ ব্যবসার আলামত উদ্ধার করা হয়। এ সময় আরও একজনকে আটক করা হয়। উদ্ধার করা আলামতসহ তাদেরকে থানায় হস্তান্তর করা হয়।
যৌথবাহিনী জানায়, দম্পতিকে সন্ত্রাসীরা ছেড়ে দিয়েছে বলে জানা গেছে। এ ঘটনার নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। পুলিশ এখনো ঘটনার বিস্তারিত তদন্ত করছে।