Advertisement

সাভারে শিশুসহ ২ লাশ উদ্ধার

যুগান্তর

প্রকাশ: ৩০ আগস্ট, ২০২৫

24obnd

সাভার ও আশুলিয়া থানা এলাকা থেকে এক শিশুসহ দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে সাভার পৌর কমিউনিটি সেন্টার ও আশুলিয়ার শ্রীপুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, রাতে পরিত্যক্ত সাভার পৌর কমিউনিটি সেন্টারের দোতলায় হাত-পা বাঁধা অজ্ঞাত এক যুবকের লাশ দেখতে পান স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ গত রাতে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে। যুবকের পরনে প্যান্ট ও গেঞ্জি রয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।

অপরদিকে আশুলিয়ায় অপহরণের ১৩ দিন পরে পাঁচ বছর বয়সী শিশু জোনাইদ হোসেনের লাশ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৪ সাভার নবীনগর ক্যাম্প। রাতে আশুলিয়ার শ্রীপুরের একটি জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করে।

সাভার র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার নাজমুল ইসলাম জানান, ১৬ আগস্ট আশুলিয়ার শ্রীপুরের নিজ ভাড়া বাড়ি থেকে শিশুটিকে অপহরণ করেন প্রতিবেশী মোরসালিন। পরে চল্লিশ হাজার টাকা মুক্তিপণ না পেয়ে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে লাশ একটি জঙ্গলে ফেলে দেয়। এ ঘটনায় আশুলিয়া থানায় অপহরণের একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হলে র্যাব-৪ শুক্রবার সন্ধ্যা রাতে অপহরণকারী মোরসালিনকে শ্রীপুর ফারুক নগর থেকে গ্রেফতার করে।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার ভোর রাতে শ্রীপুরের একটি জঙ্গল থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

Lading . . .