কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে আরেক ফায়ার ফাইটারের মৃত্যু
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫

গাজীপুরের টঙ্গীতে ফেমাস কেমিক্যাল লিমিটেডের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদ্বগ্ধ টঙ্গী ফায়ার সার্ভিসের আরও এক ফায়ার ফাইটার মারা গেছেন। নিহত ফায়ার ফাইটারের নাম নূরুল হুদা (৩৮)।
বুধবার বেলা ২ টা ৪০ মিনিটে জাতীয় বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যবরণ করেন। তার শরীরের শতভাগ দ্বগ্ধ ছিল। এর আগে মারা যান ফায়ার ফাইটার শামীম আহমেদ।
আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) তুহিন মিয়া যুগান্তরকে মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন।
নিহত নুরুল হুদা ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার আব্দুল মুনসুরের ছেলে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, ফায়ার ফাইটার নুরুল হুদা (পিএন ৫০১৫৬০) টঙ্গী ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন। ২০০৭ সালের ২৯ মার্চ চাকরিতে যোগ দেন তিনি।
জানা যায়, সোমবার (২২ সেপ্টেম্বর) টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় ফেমাস কেমিক্যাল লিমিটেডের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে কেমিক্যাল বিস্ফোরণে টঙ্গী ফায়ার সার্ভিসের ৪ জন অগ্নিদ্বগ্ধ সহ ৮ জন আহত হয়। আহতদের রাতেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এ পর্যন্ত টঙ্গী ফায়ার সার্ভিসের দুই জন ফায়ার ফাইটার মারা গেলেন। এই ঘটনায় টঙ্গী ফায়ার সার্ভিসের আরও দুই জন কর্মী বার্ণ ইউনিটে চিকিৎসাধীন।
আরও পড়ুন