পদ্মার বিরল প্রজাতির বাঙ্গস মাছের দাম ৫৭০০ টাকা!
যুগান্তর
প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৫
-68a31288ac256.jpg)
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীর বাংলা দুয়ারীতে ধরা পড়েছে ৩ কেজি ৮শ গ্রাম ওজনের একটি বাঙ্গস মাছ। যার দাম হাঁকা হয়েছে ৫৭০০ টাকা!
সোমবার সকাল ৯টার দিকে দৌলতদিয়া ৫ নাম্বার ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ উন্মুক্ত নিলামের মাধ্যমে হালিমের আড়ত থেকে মাছটি ৫ হাজার ৭০০ টাকায় কিনে নেন।
দৌলতদিয়ার মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ যুগান্তরকে বলেন, আমি সকালে উন্মুক্ত নিলামের মাধ্যমে দৌলতদিয়ার মাছ বাজারের হালিমের আড়ত থেকে ১ হাজার ৩শ টাকা কেজি দরে মাছটি কিনে নিয়েছি। পরে সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার উত্তরার শিল্পপতি সাখাওয়াত সাহেবের কাছে মাছটি বিক্রি করে দিয়েছি।
জেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা যুগান্তরকে বলেন , পদ্মা নদীতে এ রকম বিরল প্রজাতির বাঙ্গস মাছ খুব একটা দেখা যায় না।