Advertisement

ফরিদপুরে দুই মহাসড়ক অবরোধ, ২৩ কিলোমিটার যানজট

প্রথম আলো

প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৫

ফরিদপুরে এক্সপ্রেসওয়ে টোল প্লাজা বগাইল এলাকায় দীর্ঘ যানজট। আজ মঙ্গলবারছবি: প্রথম আলো
ফরিদপুরে এক্সপ্রেসওয়ে টোল প্লাজা বগাইল এলাকায় দীর্ঘ যানজট। আজ মঙ্গলবারছবি: প্রথম আলো

ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করার প্রতিবাদে আজ মঙ্গলবার সকাল থেকে দুটি মহাসড়ক অবরোধ করা হয়েছে। এর ফলে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে অন্তত ২৩ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

এতে বাস, ট্রাক ও প্রাইভেট কার আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী ও চালক। আজ সকাল সোয়া আটটায় শুরু হওয়া এ অবরোধে ঢাকা ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

অবরোধকারীরা আজ সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের হামিরদী ইউনিয়নের পুকুরিয়া ও মাধবপুর বাসস্ট্যান্ডে এবং ঢাকা-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড ও আলগী ইউনিয়নের সুয়াদী এলাকায় অবস্থান নেন। এ সময় তাঁরা টায়ারে আগুন ধরিয়ে দেন, বাঁশ-কাঠ ও আসবাব ফেলে রাস্তায় বিক্ষোভ করেন। এর ফলে ঢাকা-বরিশাল মহাসড়কের তালমার মোড় থেকে পুকুরিয়া পর্যন্ত ১২ কিলোমিটার ও ভাঙ্গা দক্ষিণপাড় থেকে টেকেরহাট পর্যন্ত তিন কিলোমিটার যানজট হয়। ঢাকা-খুলনা মহাসড়কে মিলিগ্রাম থেকে ভাঙ্গা পর্যন্ত ছয় কিলোমিটার এবং সুয়াদী থেকে জয় বাংলা মোড় পর্যন্ত দুই কিলোমিটার যানজট দেখা দেয়। দুই মহাসড়ক মিলিয়ে অন্তত ২৩ কিলোমিটার দীর্ঘ যানজটে আটকা পড়ে অসংখ্য যাত্রীবাহী যান।

ফরিদপুর শহর থেকে ভাঙ্গায় যাচ্ছিল কুলিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নুরজাহান বেগম। তালমার মোড়ে তাদের বাস আটকা পড়ে। পরে সে হেঁটে স্কুলের দিকে রওনা দেয়। নুরজাহান বলেন, ‘জানি না কখন স্কুলে পৌঁছাতে পারব। তবে ভাঙ্গাবাসীর যৌক্তিক দাবিকে আমরা সমর্থন করি।’

ঢাকা-বরিশাল মহাসড়কের নওপাড়া এলাকায় আটকা পড়েন রুস্তম শেখ (৪৩)। স্ত্রী-সন্তানদের নিয়ে বরিশালে একটি পারিবারিক অনুষ্ঠানে যাচ্ছিলেন তিনি। রুস্তম শেখ বলেন, ‘তিন ঘণ্টা ধরে বসে আছি। কখন বাস ছাড়বে, কিছুই বুঝতে পারছি না।’

বগাইল এলাকায় আটকা পড়েন সুমন শেখ (৩৯)। তিনি ঢাকা থেকে যশোর যাচ্ছিলেন। তিনি বলেন, ‘ঢাকা থেকে ভালোই এসেছিলাম, কিন্তু ভাঙ্গায় এসে আটকা পড়েছি। জানি না কখন ছাড়বে।’

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, ‘মহাসড়ক সবদিক থেকে আটকে দেওয়ায় চারদিকে যানজট হয়েছে। সড়কে গাছের গুঁড়ি ফেলা হয়েছে, টায়ারে আগুন জ্বালানো হয়েছে। আমাদের পুলিশের গাড়িও এগোতে ঝামেলা হচ্ছে। মহাসড়ক পরিষ্কার করার চেষ্টা করছি, কিন্তু অবরোধকারীদের বুঝিয়েও লাভ হচ্ছে না।’

৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের গেজেটে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে নগরকান্দা ও সালথা নিয়ে গঠিত ফরিদপুর-২ আসনে যুক্ত করা হয়। এর প্রতিবাদে ধারাবাহিকভাবে আন্দোলন কর্মসূচি পালন করা হচ্ছে।

Lading . . .