Advertisement

পুলিশের পোশাক পরে চাঁদা আদায় করতে গিয়ে ধরা, অতঃপর...

কালবেলা

প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৫

আটক মো. তুষার শেখ। ছবি : কালবেলা
আটক মো. তুষার শেখ। ছবি : কালবেলা

রাজবাড়ীতে পুলিশের পোশাক পরে দোকানদারদের কাছ থেকে চাঁদা আদায় করতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন মো. তুষার শেখ নামে এক যুবক। পরে সেনাবাহিনীর সহায়তায় তাকে আটক করে কালুখালী থানায় হস্তান্তর করা হয়।

সোমবার (১৮ আগস্ট) দুপুর ২টার দিকে কালুখালী উপজেলার সোনাপুর মোড়ে এ ঘটনা ঘটে।

আটক মো. তুষার শেখ কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার একতারপুর গ্রামের মৃত জয়নুল শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শী হাবিব খাঁন জানান, তুষার শেখ পুলিশের পোশাক পরে সোনাপুর মোড় এলাকায় বিভিন্ন দোকান থেকে টাকা আদায় করছিলেন। স্থানীয়দের সন্দেহ হলে তারা তাকে ধাওয়া করে। এ সময় তিনি সেনা ক্যাম্পে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন।

কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহম্মদ জাহেদুর রহমান কালবেলাকে বলেন, এক ব্যক্তি পুলিশের পোশাক পরে সোনাপুর মোড়ে দোকানদারদের নিকট থেকে চাঁদা আদায় করছিলেন। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে তাকে ধরে ফেলে এবং পরে সেনা ক্যাম্পে নিয়ে যায়। সেনা কর্তৃপক্ষ আমাদের কাছে তাকে হস্তান্তর করেছে। এ বিষয়ে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Lading . . .