Advertisement

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪১ কিলোমিটার যানজট

যুগান্তর

প্রকাশ: ২৬ আগস্ট, ২০২৫

রাত থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামমুখী লেনে প্রায় ৪১ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। ছবি : যুগান্তর
রাত থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামমুখী লেনে প্রায় ৪১ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। ছবি : যুগান্তর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দিতে দুর্ঘটনা ও ট্রাকচালকের অবহেলার কারণে রাত থেকে চট্টগ্রামমুখী লেনে প্রায় ৪১ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন।

মঙ্গলবার (২৬ আগষ্ট) সকাল সাড়ে ১০টা এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে এ যানজট স্বাভাবিক হয়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের টি আই জুলহাস উদ্দিন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, মহাসড়কের এই যানজটের কারণে শিমরাইল থেকে বনশ্রী প্রায় ২১ কিলোমিটার এবং কাঁচপুর থেকে গাউছিয়া প্রায় ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়ছে। যার ফলে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।

হাইওয়ে পুলিশ জানায়, গভীর রাতে কুমিল্লার দাউদকান্দি এলাকায় একটি দুর্ঘটনা ঘটে এবং ট্রাকচালকদের মহাসড়কের ওপর ট্রাক দাঁড় করিয়ে ঘুমিয়ে পড়ার কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে।

আসমা আক্তার নামে এক যাত্রী বলেন, চট্টগ্রাম যাওয়ার উদ্দেশে শিমরাইল মোড় থেকে সকাল ৭টায় বাসে উঠেছি ঠিকই কিন্তু বাস আর সামনে যায় নাই, এক জায়গায় আছে।

কাচঁপুর হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের টি আই জুলহাস উদ্দিন বলেন, রাতে দাউদকান্দি এলাকায় একটি দুর্ঘটনা ঘটে যার ফলে যানজটের সৃষ্টি হয়।

এদিকে যানজটের কারণে ট্রাকচালকরা ঘুমিয়ে পড়েছে। ফলে যানজট আরও দীর্ঘ হয়েছে। এখন তাদেরকে ডেকে ডেকে ঘুম থেকে জাগিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। ইতোমধ্যে ধীরে ধীরে যানবাহন সচল হতে শুরু করেছে। পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলে জানান এ কর্মকর্তা।

Lading . . .