Advertisement

বিশ্ব যুব উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন রুমি

কালবেলা

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর, ২০২৫

রাশেদুল হক রুমি। ছবি : সংগৃহীত
রাশেদুল হক রুমি। ছবি : সংগৃহীত

রাজবাড়ীর কালুখালী উপজেলার তরুণ আইটি উদ্যোক্তা ও ডায়ানা হোস্ট লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা রাশেদুল হক রুমি বিশ্ব যুব উৎসব-২০২৫ এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সম্মান অর্জন করেছেন।

এ বছর তিনি তথ্যপ্রযুক্তি (আইটি) ক্যাটেগরিতে নির্বাচিত হয়েছেন তিনি। যা দেশের প্রযুক্তি খাত এবং ডায়ানা হোস্ট লিমিটেডের জন্য একটি গৌরবময় অর্জন। আগামী ১৭ থেকে ২১ সেপ্টেম্বর রাশিয়ার নিঝনি নভগোরোদ শহরে অনুষ্ঠিত হবে এ উৎসব। যেখানে বিশ্বের বিভিন্ন দেশের তরুণ উদ্ভাবক, উদ্যোক্তা, শিক্ষাবিদ ও নেতারা একত্রিত হয়ে তথ্যপ্রযুক্তি, শিক্ষা, বিজ্ঞান, ক্রীড়া, সংস্কৃতি, উদ্ভাবন ও উদ্যোক্তা কার্যক্রম নিয়ে মতবিনিময় করবেন।

রাশেদুল হক রুমি দীর্ঘদিন ধরে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে কাজ করছেন এবং ডায়ানা হোস্টের নেতৃত্বে থেকে তিনি একাধিক আন্তর্জাতিক মানের ডিজিটাল প্রোডাক্ট তৈরি করেছেন, যা স্থানীয় উদ্যোক্তাদের ব্যবসা সহজ ও দ্রুত করতে সহায়তা করছে।

তরুণদের আশা, এ সাফল্য নতুন প্রজন্মকে বড় স্বপ্ন দেখার এবং তথ্যপ্রযুক্তি খাতে নিজেকে গড়ে তোলার অনুপ্রেরণা জোগাবে। রাশেদুল হক রুমির মাধ্যমে ইতোমধ্যেই আন্তর্জাতিক মানের প্রযুক্তি সাপোর্টের মাধ্যমে হাজারো ব্যবসা ও স্টার্টআপকে অনলাইন যাত্রায় সফল হতে সহায়তা করে আসছে।

বিশ্বমঞ্চে অংশগ্রহণ প্রসঙ্গে রুমি কালবেলাকে বলেন, বাংলাদেশের তরুণরা বিশ্বমানের কাজ করতে পারে, সেটি প্রমাণ করাই আমার লক্ষ্য। আমি চাই, আমাদের দেশের আইটি খাতের সম্ভাবনা যেন বৈশ্বিক অঙ্গনে আরও দৃশ্যমান হয়।

Lading . . .