৩১ দফা বাস্তবায়নে সোনারগাঁয়ে কৃষক দলের প্রচার-প্রচারণা
প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৫
-68a20e2debdd9.jpg)
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনমত সৃষ্টির লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ব্যাপক প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়।
রোববার বিকালে উপজেলা কৃষক দলের উদ্যোগে জামপুর ইউনিয়নের নেয়াদ্দা বাবুবাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটি সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
উপজেলা কৃষক দল নেতা সেলিম হোসেন দিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক ডা. শাহিন, জেলা কৃষক দলের সদস্য সচিব আলম খান, উপজেলা বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আমির হোসেন, উপজেলা বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রুবেল হোসেন, উপজেলা বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক নোবেল মীর, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মিলন ভূঁইয়া, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক হান্নান মিয়া , উপজেলা কৃষক দল নেতা মকবুল হোসেন, দেলোয়ার বেপারী, তোফাজ্জল, মিজান, জামপুর ইউনিয়ন বিএনপি নেতা আবু সাইদ, বাচ্চু মিয়া প্রমুখ।
আরও পড়ুন