ভাঙ্গায় ৩ দিন মহাসড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৫
-68c589300b7a6.jpg)
জাতীয় সংসদ নির্বাচনের সীমানা নির্ধারণে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামেরদী ইউনিয়নকে আলাদা করার প্রতিবাদ ও পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয়রা।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন থেকে আগামী রোববার, সোমবার ও মঙ্গলবার পর্যন্ত লাগাতার মহাসড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা দেন আলগী ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিক মিয়া। রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সড়ক ও রেলপথ অবরোধ করার জন্য স্থানীয় জনগণ মাঠে থাকবেন।
এ সময় জরুরি সেবায় ব্যবহৃত যানবাহন অবরোধের আওতামুক্ত থাকবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো. তৈমুর লং, উপজেলা জামায়াতের আমির মাওলানা সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ডা. এনায়েত হোসেন, ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর মুন্সী, তাসলিম ইসলাম অভি প্রমুখ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান জানান, জনগণের জানমালের রক্ষার্থে ও সড়কে নিরাপত্তায় প্রশাসনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনী মহাসড়কে অবস্থান নিবে এবং মহাসড়কে যানবাহন চলাচলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন বলেন, সড়কে যান চলাচল সচল রাখতে প্রয়োজনীয়সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রাখা হয়েছে।