টাঙ্গাইলে ঠিকাদারের ওপর হামলা, যুবলীগ নেতাসহ গ্রেফতার ৩
প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৫

টাঙ্গাইলে ঠিকাদার রানা আহাম্মেদের ওপর হামলা ও গুলির ঘটনায় করা মামলায় যুবলীগ নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৭ আগস্ট) বিকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। শনিবার শহরের আদালতপাড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- শহরের কাগমারা মেসের মার্কেট এলাকার মো. আতাব আলীর ছেলে মো. শাহীন (৩২), সন্তোষ এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে মো. শাকিল আহমেদ (২৭), ধরেরবাড়ি এলাকার মৃত আবু সাইদের ছেলে ও বাঘিল ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. উজ্জল হোসেন (৩৮)।
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর হামলার অভিযোগ রয়েছে উজ্জল হোসেনের বিরুদ্ধে।
টাঙ্গাইল সদর থানার ওসি তানবীর আহাম্মেদ বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রসঙ্গত, গত ২৬ মে দুপুরে শহরের বেলটিয়াবাড়ি মোড়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ঠিকাদার ও পলাশতলী এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রানা আহাম্মেদ (৫৫) সন্ত্রাসী হামলার শিকার হন। এ সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে সন্ত্রাসীরা। গুরুতর আহত রানাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় রানার স্ত্রী মীরা আক্তার বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ।