Advertisement

নাতিকে বাঁচাতে গিয়ে দাদির মৃত্যু

যুগান্তর

প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৫

24obnd

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের তুজারপুর গ্রামে পানিতে ডুবে যাওয়া নাতিকে বাঁচাতে গিয়ে দাদি আঁখি বেগমের মৃত্যু হয়েছে। রোববার (১৭ আগস্ট) দুপুরে বাড়ির পাশের পুকুরে এ ঘটনা ঘটে।

আঁখি বেগম (৬৫) ওই গ্রামের রব মাতুব্বরের স্ত্রী।

এ বিষয়ে তুজারপুর ইউপি সদস্য তানভীর মিয়া জানান, দুপুরে ছোট নাতিকে সঙ্গে নিয়ে দাদি আঁখি বেগম গোসল করতে যান। এ সময় নাতি পানিতে পড়ে গেলে তাকে উদ্ধার করতে পুকুরের পানিতে ঝাঁপ দেন। ওই সময় নিজের কাপড়ে জড়িয়ে আঁখি বেগম মারা যান। স্থানীয়রা নাতিকে জীবিত উদ্ধার করতে পারলেও দাদির মৃতদেহ উদ্ধার করেন।

আরও পড়ুন

Lading . . .