Advertisement

পালিয়ে যাওয়া স্বৈরাচারের দিবাস্বপ্ন কখনোই বাস্তবে পরিণত হবে না : মঈন খান

কালবেলা

প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়াত আবদুল মতিন চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় ড. আব্দুল মঈন খানসহ অন্যরা। ছবি : কালবেলা
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়াত আবদুল মতিন চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় ড. আব্দুল মঈন খানসহ অন্যরা। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া স্বৈরাচার আওয়ামী লীগের আকাশ-কুসুম দিবাস্বপ্ন বাস্তবে পরিণত হবে না।

শনিবার (৯ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া কলেজ অডিটোরিয়ামে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়াত আবদুল মতিন চৌধুরীর ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় এ কথা বলেন তিনি।

ড. আব্দুল মঈন খান বলেন, আওয়ামী লীগ আকাশ-কুসুম স্বপ্ন দেখছে। তারা ভাবছে আবার তারা বাংলাদেশে ফিরে আসবে। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, আওয়ামী লীগের এ আকাশ-কুসুম স্বপ্ন বাস্তবে পরিণত হবে না। কিন্তু এ বাস্তবতা টিকিয়ে রাখতে হলে আমরা যারা জনগণের কাজ করি আমাদের সঠিক পথে থাকতে হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের পতনের এক বছর বিগত হয়েছে, আওয়ামী লীগের একজন নেতাকর্মীও কি তাদের অন্যায় কৃতকর্মের জন্য অনুতপ্ত বা ক্ষমা চেয়েছেন? তার অর্থ কী দাঁড়ায়? আওয়ামী লীগ ইতিহাস থেকে কোনো শিক্ষা নেয়নি।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাছির উদ্দীন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা জাকারিয়া মোল্লা, জেলা যুবদলের সহসভাপতি আমিনুল ইসলাম ইমন ও যুবদল নেতা আবু মোহাম্মদ মাছুম, সেলিম মিয়া, ছাত্রদল নেতা আরিফ বিল্লাহ আরিফ প্রমুখ।

Lading . . .