Advertisement

১৯৭১ সালে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই একসঙ্গে যুদ্ধ করেছি: বিভাগীয় কমিশনার

যুগান্তর

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে হাজার বছর ধরে আমরা বিভিন্ন ধর্মের মানুষ একই সঙ্গে বসবাস করি। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এরকম অসাম্প্রদায়িকতার উদাহরণ পৃথিবীতে আর কোথাও নেই।

তিনি আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই একসঙ্গে যুদ্ধ করেছি। দুর্গাপূজা সবসময় অনেক জাঁকজমকভাবে হয়ে থাকে। এখানে নাচগান হয়, ঢাক-ঢোলের ব্যবহার করা হয়, যা খুবই সুন্দর লাগে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সিংগাইর উপজেলার আংগারিয়া গ্রামের অনিরুদ্ধ কুমার রায়ের বাড়িতে পূজামণ্ডপ পরিদর্শনে এসে বিভাগীয় কমিশনার এসব কথা বলেন।

‎জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রথিন্দ্রনাথ দত্তের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুল হাসান সোহাগ, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত পণ্ডিত ভজন, সিংগাইর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মাহাবুবুর রহমান মিঠু ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইতি রানী সাহাসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা।

‎পরে উপজেলার ৭৭টি পূজামণ্ডপের সভাপতি-সাধারণ সম্পাদকের হাতে ২০ হাজার করে টাকা তুলে দেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী ও শিল্পপতি অনিরুদ্ধ কুমার রায়।

Lading . . .