Advertisement

গাজীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা বশির গ্রেফতার

যুগান্তর

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

গাজীপুর মহানগরের পূবাইল থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক বশির আহমেদকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। তিনি ওই এলাকার জনব আলীর ছেলে। পূবাইলের মূর্তিমান আতঙ্ক বশিরের বিরুদ্ধে বিগত স্বৈরশাসকের সমর্থনে ছাত্র-জনতার আন্দোলন ঠেকাতে বলপ্রয়োগ, ভাঙচুর এবং অবৈধভাবে অন্যের জমি জবরদখলের অভিযোগসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে পূবাইল থানায় মামলা রয়েছে।

গাজীপুরে হাসনাত আবদুল্লাহসহ এনসিপি নেতাদের ওপর হামলা এবং সাবেক মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেলের বাড়িতে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর যে হামলা ও হত্যাকাণ্ড হয় সে ঘটনায় অংশ নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও এলাকায় যুবলীগ নেতা মুজিবুর রহমান হত্যাকাণ্ডসহ একাধিক মামলায় আসামি হয়েও পরে বাদীদের চাপ দিয়ে মামলা তুলে নিতে বাধ্য করার অভিযোগ রয়েছে বশিরের বিরুদ্ধে।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে পূবাইল থানা পুলিশ হায়দরাবাদ পুবেরটেক এলাকায় অভিযান চালায়। এ সময় চিহ্নিত দেহব্যবসায়ী শ্যামলীর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই নারীর সঙ্গে বশিরের বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়টি এলাকায় ছিল ওপেন সিক্রেট।

এ বিষয়ে পূবাইল মেট্রো থানার ওসি আমিরুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত বশির আহমেদের বিরুদ্ধে থানায় একাধিক ভাঙচুরের মামলা রয়েছে। তাকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

আরও পড়ুন

Lading . . .