পলাশে নির্বাচনি প্রচারণার মিছিলে গুলি, আহত ৩
প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৫

নরসিংদীর পলাশে ইউনিয়ন ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনি প্রচারণা চলাকালে হামলা ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। এছাড়া হামলাকারীরা একটি ডেকোরেটরের দোকান ভাঙচুর করেছে।
উপজেলা যুবদল নেতা নাসির আহমেদ বলেন, ড. আব্দুল মঈন খানের নির্দেশনা ও পলাশ থানা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম ভূঁইয়ার পরিচালনায় আমরা শান্তিপূর্ণ নির্বাচনি প্রচারণায় একটি মিছিল বের করি। এ সময় সন্ত্রাসীরা অতর্কিত আমাদের ওপর হামলা চালায়। প্রথমেই মো. সোলাইমান হোসেন ও হাসিবুর রহমান রুবেল মিছল লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এরপর বাবু, নূর মোহাম্মদ, মিলন সরকারসহ অজ্ঞাত ৩০-৪০ জন দেশীয় অস্ত্র নিয়ে দোকানঘর ভাঙচুর করে।
গজারিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মাসুদ রানার অভিযোগ, হাসিবুর রহমান রুবেল, এমএস সোলাইমান, আসলাম হোসেন বাবু, মিলন ও শাহীনসহ অনেকে মুখোশ পরে, হেলমেট মাথায় হামলায় অংশ নেয়। তারা নেতাকর্মীদের মারধর ও ডেকোরেটরের দোকানে ভাঙচুর চালায়। গুলিবর্ষণের ফলে আতঙ্ক তৈরি হওয়ায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় ছাত্রদলের তিন নেতাকর্মী গুরুতর আহত হন। তারা পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
তবে ঘটনা সম্পূর্ণ অস্বীকার করে যুবদল নেতা হুমায়ুন মিয়া দাবি করেন তিনি চিকিৎসার জন্য ঢাকায় রয়েছেন। এ ঘটনায় তিনি কোনোভাবেই জড়িত নন। তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি করেন হুমায়ুন।
এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, হামলা বা গুলিবর্ষণের ব্যাপারে কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে পুলিশের পক্ষ থেকে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।