গ্যাস বিস্ফোরণে চার মাসের সন্তানসহ দম্পতির প্রাণ গেল
প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫

টঙ্গীর মিরের বাজার এলাকায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—চার মাসের শিশু রায়হান, তার মা হাফিজা আক্তার (২০) ও বাবা মোহাম্মদ রিপন (২৫)।
ঘটনাটি ঘটে গত রোববার (৩ আগস্ট) সকালে। ওই দিন গ্যাসলাইন থেকে লিকেজ হয়ে বিস্ফোরণে দগ্ধ হন একই পরিবারের তিন সদস্য। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়। হাসপাতালে নেওয়ার পরপরই চার মাসের শিশু রায়হানকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
পরবর্তীতে বুধবার (৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিশুটির মা হাফিজা আক্তার। আর বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোর সাড়ে চারটার দিকে মারা যান তার বাবা মোহাম্মদ রিপন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হাফিজার শরীরের প্রায় ৭০ শতাংশ ও রিপনের প্রায় ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় দুজনই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আরও পড়ুন