সাভারে ছুরিকাঘাতে শাহ্ সিমেন্টের গাড়িচালক নিহত
প্রকাশ: ২৬ আগস্ট, ২০২৫

ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার বিশমাইলে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শাহ্ সিমেন্ট কোম্পানির কাভার্ডভ্যানের চালক শামীম হোসেন (৩০) নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে সাভার মডেল থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
সকাল ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল এলাকা থেকে এক রিকশাচালক শামীমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শামীম হোসেন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার গোবিন্দপুর এলাকার আব্দুস সামাদের ছেলে। মুন্সীগঞ্জের মুক্তারপুর এলাকা থেকে শাহ্ সিমেন্ট কোম্পানির কাভার্ডভ্যানে ঢাকা ও এর আশপাশের এলাকায় সিমেন্ট সরবরাহ করতেন।
ঘটনাস্থল থেকে শামীমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান রিকশাচালক সাগর আলী।
সাগর বলেন, যাত্রী নিয়ে বিশমাইল এলাকায় গিয়েছিলাম। ফেরার পথে সকাল ৮টার দিকে বিশমাইলে লোকজনের জটলা দেখি। সেখানে গিয়ে দেখি শামীম নামের ওই গাড়িচালক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। সেখানে থাকা লোকজনের মধ্যে একজন উদ্যোগ নিল যে তাকে মেডিকেলে নেওয়া দরকার। সবাই মিলে শামীমকে আমার রিকশায় তুলে দিলে আমি তাকে এনাম মেডিকেলে নিয়ে আসি। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার শরীর থেকে অনেক রক্ত ঝরেছে। তাই তিনি নিস্তেজ ছিলেন, তেমন কথা বলতে পারেননি।
এনাম মেডিকেলের ইমারজেন্সি ডিউটি অফিসার ইউসুফ আলী বলেন, সকাল সোয়া ৮টার দিকে আমাদের হাসপাতালে রক্তাক্ত অবস্থায় একজন গাড়িচালককে আনা হয়। তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। আমরা চিকিৎসার সুযোগ পাইনি। পরে থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
শাহ্ সিমেন্ট কোম্পানির পরিদর্শক হানিফ সিকদার বলেন, খবর পেয়ে দ্রুত হাসপাতালে চলে আসি। এখনও ঘটনাস্থলে যাইনি। শুনেছি ছিনতাইকারী আমাদের চালক শামীমকে ছুরিকাঘাত করে ফেলে রেখে গেছে। তবে তার কাছ থেকে কী কী ছিনতাই হয়েছে তা এখনও জানি না
পুলিশ জানায়, ভোররাতে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার বিশমাইল এলাকায় শাহ্ সিমেন্টের গাড়ির ড্রাইভার শামীমকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃওরা। এ সময় দুর্বৃওরা তার মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে যায়। পরে স্থানীয় এক রিকশাচালক মৃত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে আসে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠায়।
সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক মেহেদী হাসান বলেন, প্রাথমিক সুরতহালে নিহতের শরীরে ও হাঁটুতে গভীর ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া যায়।