প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৫

ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ভাঙ্গায় আবারও সড়ক অবরোধ করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে ঢাকা-ভাঙ্গা-খুলনা ও ঢাকা-ভাঙ্গা-বরিশাল মহাসড়কে বিক্ষোভকারীরা গাছ ফেলে ও বাঁশ দিয়ে রাস্তা বন্ধ করে দেন। উপজেলার শুয়াদী, মুনসুরাবাদ, পুখুরিয়া ও নওপাড়া এলাকায় অবরোধ চলে।
অবরোধে অংশ নেওয়ার সময় হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে হাবিবুর রহমান নামের এক ব্যক্তি মারা যান। তিনি ভাঙ্গা উপজেলার চরকান্দা এলাকার বাসিন্দা এবং ভাঙ্গা বাজারের ব্রাক ব্যাংকের নিচতলায় একটি মুদি দোকান চালাতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে হাবিবুর রহমান প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। তীব্র গরমে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, অতিরিক্ত গরমের কারণে তিনি হিটস্ট্রোকের শিকার হন।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান জানিয়েছেন, সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মহাসড়ক অবরোধ ছিল। তিনি বলেন, মৃত্যুর ঘটনায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার তথ্য অনুযায়ী, হিটস্ট্রোকে আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। তবে ব্যক্তি অবরোধের সময় রাস্তার পাশে একটি দোকানের সামনে বসেছিলেন, তিনি অবরোধে সরাসরি অংশ নিয়েছিলেন কি না তা নিশ্চিত নয়।