দুর্গম চরে আধিপত্য নিয়ে গুলিতে প্রাণ গেল কৃষকের
প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৫

নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিতে দুলাল মিয়া (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দুর্গম চরাঞ্চল চরমধুয়া ইউনিয়নের সমিবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সাবেক ইউপি সদস্য খোকা আলম ও জাকির মিয়া গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সন্ধ্যায় জাকির মিয়া ও তার লোকজন খোকা আলমকে খুঁজতে গিয়ে তাকে না পেয়ে তার প্রতিবেশী দুলাল মিয়াকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থলেই মৃত্যু হয় দুলালের।
নিহত দুলাল মিয়া সমিবাদ এলাকার আব্দুল মালেকের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সম্ভাব্য সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।