Advertisement

টঙ্গীতে ট্রাভেল ব্যাগে পাওয়া খণ্ডিত লাশের পরিচয় মিলেছে

যুগান্তর

প্রকাশ: ৮ আগস্ট, ২০২৫

24obnd

গাজীপুরের টঙ্গীর স্টেশনরোড এলাকায় ট্রাভেল ব্যাগ থেকে উদ্ধার লাশের পরিচয় মিলেছে। তবে নিহত ওই ব্যক্তির মাথা এখনও পাওয়া যায়নি।

শুক্রবার (৮ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে টঙ্গী পূর্ব থানার ওসি মুহম্মদ ফরিদুল ইসলাম যুগান্তরকে বলেন, পিবিআইয়ের মাধ্যমে ফিঙ্গার প্রিন্ট থেকে লাশের পরিচয় জানা গেছে। নিহত ব্যক্তি নরসিংদী সদর থানার সুরুজ মিয়ার ছেলে অলি মিয়া (৩৬)। তিনি আজমেরী পরিবহণে হেলপার হিসেবে কাজ করতেন।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে স্টেশনরোড এলাকার হাজীর বিরিয়ানির সামনে রাস্তার উপরে পরিত্যক্ত অবস্থায় দুটি ট্রাভেল ব্যাগ পরে থাকতে দেখে স্থানীয়রা। ওই দুটি ব্যাগ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ব্যাগের ভেতরে থাকা কালো পলিথিনে মোড়ানো কয়েক খণ্ড লাশ উদ্ধার করে।

ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় ব্যাগ দুটি ফেলে যায় হত্যাকারীরা।

আরও পড়ুন

Lading . . .