সাঁতার কাটতে গিয়ে ডুবে প্রাণ গেল বিইউপি শিক্ষার্থীর
প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মদনপুর এলাকায় ফার্ম হাউসের একটি পুকুরে সাঁতার কাটতে গিয়ে ডুবে মারা গেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী মশসুদ মঞ্জুর বর্ষ (২২)। বুধবার (১১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বর্ষ বিইউপির মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার শেখ মঞ্জুর বারির ছেলে। রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ভাড়া বাসায় থেকে লেখাপড়া করছিলেন।
বর্ষের বন্ধু বর্ণিল সপ্তর্ষি জানান, সকালবেলা আমরা ছয়-সাতজন বন্ধু মিলে নারায়ণগঞ্জ বেড়াতে যাই। দুপুরের দিকে ফার্ম হাউসের পুকুরে সাঁতার কাটতে গিয়ে বর্ষ হঠাৎ পানিতে ডুবে অচেতন হয়ে পড়ে। দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহত যুবকের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
আরও পড়ুন