মালখানগর-মালপদিয়ার সরু রাস্তায় ঝুঁকি নিয়ে চলাচল
প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৫
সংস্কারের অভাবে মালখানগর-মালপদিয়া সড়কে যানবাহন ও পথচারীদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সরু রাস্তা, ত্রুটিপূর্ণ বেশ কয়েকটি সেতু ও কালভার্টের কারণে ব্যস্ত ওই সড়কে স্বাভাবিক গতিতে কোনো যানবাহনের চলাচলের ব্যবস্থা নেই।
এ কারণে মালখানগর থেকে মালপদিয়া ২ কিলোমিটার পথ যেতে ঘণ্টার বেশি সময় লাগছে। প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।
সরেজমিন দেখা যায়, এই সড়কে এখন যানবাহন চলছে হেলেদুলে। আবার সড়কের কোনো কোনো অংশ রয়েছে কাদা-পানির দখলে। সরু রাস্তা, ত্রুটিপূর্ণ বেশ কয়েকটি সেতু ও কালভার্টের কারণে ব্যস্ত ওই সড়কে স্বাভাবিক গতিতে কোনো যানবাহনের চলাচলের ব্যবস্থা নেই। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এখন যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি।
স্থানীয় লোকজন জানান, গত ৫ বছরে সিরাজদিখানের অন্যান্য রাস্তা প্রশস্ত করা হলেও মালখানগর-মালপদিয়া-মধ্যপাড়া সড়কের কোনো উন্নয়ন হয়নি। এ তিন সেতুর একপ্রান্তে কোনো যানবাহন উঠলে অপরপ্রান্তে যানবাহন ও পথচারীকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।
বর্তমান সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তার এলাকায় গুরুত্বপূর্ণ সড়কটিও সংস্কার করছেন না। সড়কটির একটা বড় অংশ সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ওপর দিয়ে অতিক্রম করেছে। উপদেষ্টার কাছে মালখানগর-মালপদিয়া সড়ক সংস্কারের দাবি তোলেন।
মধ্যপাড়া ইউনিয়নের মালপদিয়া গ্রামের এনামূল হক তুহিন বলেন, সড়কটি অপ্রশস্ত এবং এর কয়েকটি সেতু ঝুঁকিপূর্ণ হওয়ায় গন্তব্যে পৌঁছতে প্রায় দ্বিগুণ সময় লাগে।
সিরাজদিখান উপজেলা প্রকৌশলী মো. আসিফ উল্লাহ জানান, তেলিপাড়া মালপদিয়া থেকে মালখানগর ২ কিলোমিটার রাস্তা আমি সরেজমিন পরিদর্শন করেছি। রাস্তাটি ‘রোড স্ট্যান্ডার্ড’ ১০-১২ ফুট আছে। রাস্তাটি প্রশস্তকরণে রাস্তার দুই পাশে স্থানীয় ঘরবাড়ি থাকায় জায়গা অধিগ্রহণ করা প্রয়োজন।
তিনি জানান, শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য, মামলা-মোকদ্দমা ও প্রশাসনিক কাজে প্রতিদিন কয়েক হাজার মানুষ এ পথে চলাচল করেন। তেলিপাড়া মালপদিয়া থেকে মালখানগর হয়ে জেলা শহর মুন্সীগঞ্জ ও রাজধানী ঢাকার সঙ্গে সরাসরি যুক্ত হওয়ায় সড়কটির গুরুত্ব অনেক বেশি। কিন্তু এরপরও দীর্ঘদিন ধরে সড়কের সংস্কার নেই। মালখানগর-মালপদিয়া সড়কের ওপর তিনটি সেতুটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। উন্নয়ন প্রকল্প সওজের প্রধান প্রকৌশলীর কাছে পাঠানো হয়েছে। মালখানগর-মালপদিয়া সড়কের ত্রুটিপূর্ণ তিনটি সেতু পুনর্নির্মাণের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে।
আরও পড়ুন