Advertisement

টঙ্গীতে বেইলি ব্রিজ দাবিতে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

যুগান্তর

প্রকাশ: ২৬ আগস্ট, ২০২৫

24obnd

গাজীপুর মহানগরীর টঙ্গীতে তুরাগ নদের উপর বেইলি ব্রিজ নির্মাণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন টঙ্গী বাজারের কয়েক হাজার ব্যবসায়ী ও স্থানীয়রা।

সোমবার সকাল সাড়ে ১০ টায় শুরু হওয়া ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বিআরটি প্রকল্পের উড়ালসেতুর টঙ্গী বাজার অংশে বিক্ষোভ করেন তারা।

ব্যবসায়ী ছাড়াও বিক্ষোভে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, বিএনপি নেতা সালাহ উদ্দিন সরকার, মহানগর জামায়াতের সহকারি সেক্রেটারি মোহাম্মদ আফজাল হোসাইন, পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন, পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, জসিম উদ্দিন বাট, রাশেদুল ইসলাম কিরণ, গাজীপুর মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালা, সরকার শাহনূর ইসলাম রনি, টঙ্গী পূর্ব থানার দপ্তর সম্পাদক মিজানুর রহমান ব্যাপারী, আব্দুস সাত্তার, ইসমাইল হোসেন, মুকুলসহ ব্যবসায়ী টঙ্গী, উত্তরা, আব্দুল্লাহপুর ও কামারপাড়ার বাসিন্দারা।

ক্ষুব্ধ ব্যবসায়ী ও এলাকাবাসী জানান, তুরাগ নদের উপরে নির্মিত বেইলি ব্রিজটি দিয়ে দীর্ঘদিন ধরে টঙ্গী, আব্দুল্লাহপুর, উত্তরার লাখ লাখ মানুষ যাতায়াত করে আসছেন। এছাড়া টঙ্গী বাজারটি হলো অত্র এলাকার মানুষের জন্য প্রয়োজনীয় একমাত্র বৃহৎ পাইকারি বাজার। এ বাজারে প্রায় ২৫ হাজার দোকানপাট রয়েছে। এতে নিত্যপ্রয়োজনীয় মালামাল কিনতে প্রতিদিন হাজারো মানুষের সমাগম হয়। বিআরটি প্রকল্পের উড়াল সড়ক চালু হওয়ার পর থেকে মহাসড়কের পশ্চিমপাশে স্থাপিত বেইলি ব্রিজটি বিআরটি কর্তৃপক্ষ ভেঙে নিয়ে যায়। এতে ওই ব্রিজ দিয়ে চলাচলরত ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ জনগণ চরম ভোগান্তিতে পড়েছেন।

আরও পড়ুন

Lading . . .