প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
প্রকাশ: ৮ আগস্ট, ২০২৫

রাজবাড়ীর পাংশায় প্রাইভেটকারের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা কলেজ মোড় এলাকার গোবিন্দকুন্ডুর ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম ফেরদৌস আলী মোল্লা (৫৫)। তিনি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সোনাইকুন্ডি আল্লাহর দরগা গ্রামের মৃত আ. গণি মোল্লার ছেলে। ফেরদৌস এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিকীর পিএস হিসেবে কাজ করতেন।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে রাজধানী থেকে কুষ্টিয়ায় গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন ফেরদৌস। তিনি পাংশার গোবিন্দকুন্ডুর ইটভাটার সামনে পৌঁছালে একটি প্রাইভেটকার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়েন মোটরসাইকেলচালক ফেরদৌস। ঘটনাস্থলেই মারা যান তিনি।
পাংশা হাইওয়ে থানার ওসি মো. হারুনুর রশীদ বলেন, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন