Advertisement

কলকাতা ছেড়ে আসা রাজ্জাক ঢাকায় হয়ে ওঠেন ‘নায়করাজ’

ঢাকা পোস্ট

প্রকাশ: ২১ আগস্ট, ২০২৫

24obnd

বাংলাদেশি চলচ্চিত্রের কিংবদন্তি নায়করাজ রাজ্জাকের প্রয়াণের আট বছর পূর্ণ হলো বৃহস্পতিবার (২১ আগস্ট)। ২০১৭ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে না ফেরার দেশে চলে যান নায়ক।

১৯৪২ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন রাজ্জাক। কিশোর বয়সে মঞ্চনাটকের মাধ্যমে অভিনয়ে হাতেখড়ি হয় তার। তখন টালিগঞ্জে উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ- এর যুগ চলছিলো। ফলে সেখানকার চলচ্চিত্রে সুযোগ পাওয়া ছিলো রাজ্জাকের জন্য অনেকটাই কঠিন।

এরই মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হলে কলকাতায় থাকা কঠিন হয়ে ওঠে তার। এক শুভাকাঙ্ক্ষীর পরামর্শে ১৯৬৪ সালে সপরিবারে ঢাকায় পাড়ি জমান তিনি।

আরও পড়ুন

ঢাকায় এসে শুরু হয় তার নতুন সংগ্রামের জীবন। পাকিস্তান আমলে টেলিভিশন নাটক দিয়ে জনপ্রিয়তা অর্জন করেন তিনি; এরপর ১৯৬৬ সালে ‘১৩ নম্বর ফেকু ওস্তাগার লেন’ চলচ্চিত্রে ছোট চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে সিনেমায় অভিষেক ঘটে তার। একই বছর জহির রায়হানের ‘বেহুলা’ ছবিতে লখিন্দরের ভূমিকায় অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নেন এই নায়ক।

স্বাধীনতার পর মুক্তি পাওয়া তার প্রথম চলচ্চিত্র ‘মানুষের মন’ ব্যবসায়িক সাফল্য পায়। এই ছবির মাধ্যমেই ঢালিউডে শুরু হয় নায়করাজ রাজ্জাক যুগের। দীর্ঘদিন ধরে তিনই ছিলেন দেশের চলচ্চিত্র শিল্পের প্রধান ভরসা।

অভিনয়ে অসামান্য অবদানের জন্য রাজ্জাক পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৫ সালে বাংলাদেশ সরকার তাকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে।

ডিএ

Lading . . .