Advertisement

‘আপনাকে পদে পদে অনুভব করি’— নায়করাজের স্মরণে শাকিব খান

ঢাকা পোস্ট

প্রকাশ: ২১ আগস্ট, ২০২৫

24obnd

বাংলাদেশি চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের প্রয়াণের আট বছর পূর্ণ হলো বৃহস্পতিবার (২১ আগস্ট)। ২০১৭ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান এই নায়ক। তার অষ্টম প্রয়াণ দিবসে নায়কে শ্রদ্ধাভরে স্মরণ করছেন ভক্ত থেকে শুরু করে ঢালিউডের তারকারা।

নায়করাজ উপাধি পাওয়া এই নায়কের সঙ্গে চমৎকার সম্পর্ক ছিলো মেগাস্টার শাকিব খানের। তার অভিভাবকের মতো ছিলেন রাজ্জাক। তাই নায়করাজের প্রয়াণে একেবারে স্তব্ধ হয়ে যান শাকিব। এমন কাউকে হারিয়ে এখনও তার শূন্যতা ভোগায় শাকিব খানকে।

আরও পড়ুন

রাজ্জাককে স্মরণ করে ২১ আগস্ট ফেসবুকে একটি পোস্ট করেন শাকিব খান। সেখানে তিনি লিখেছেন, ‌‘আপনাকে গভীরভাবে অনুভব করি প্রতি পদে পদে। শুধুই একজন অভিনেতা নন, আপনি সুন্দর স্বপ্নের প্রতিচ্ছবি। আপনার অভিনয়, হাসি চিরকাল বেঁচে থাকবে আমাদের স্মৃতিতে, ভালোবাসায়। আপনার প্রতি রইলো গভীর শ্রদ্ধা, চিরশান্তিতে থাকুন।’

১৯৬৬ সালে ‘১৩ নম্বর ফেকু ওস্তাগার লেন’ চলচ্চিত্রে ছোট চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে ঢালিউড সিনেমায় অভিষেক ঘটে নায়করাজ রাজ্জাকের। স্বাধীনতার পর মুক্তি পাওয়া তার প্রথম চলচ্চিত্র ‘মানুষের মন’ ব্যবসায়িক সাফল্য পায়। এই ছবির মাধ্যমেই ঢালিউডে শুরু হয় নায়করাজ রাজ্জাক যুগের।

বলা বাহুল্য, দীর্ঘদিন ধরে তিনই ছিলেন দেশের চলচ্চিত্র শিল্পের প্রধান ভরসা। ভক্তদের পাশাপাশি আজ শ্রদ্ধাভরে তাকে স্মরণ করছেন দেশের সিনেমা জগতের তারকারা।

ডিএ

Lading . . .