Advertisement

‘মটু’ বলে শাকিবের ঠাট্টা, ওজন কমিয়ে ফেলেন অপু বিশ্বাস

ঢাকা পোস্ট

প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫

24obnd

বিচ্ছেদ হলেও ছেলে আব্রাম খান জয়ের কারণে মেগাস্টার শাকিব খানের সঙ্গে পুরোপুরি দূরত্ব তৈরি হয়নি চিত্রনায়িকা অপু বিশ্বাসের। সুযোগ পেলে এখনও দেখা হয় তাদের। বহুদিন আগে যুক্তরাষ্ট্রে ছেলে ও অপুর সঙ্গে একসঙ্গে সময় কাটাতেও দেখা গিয়েছিল শাকিবকে।

বিভিন্ন সাক্ষাৎকারে শাকিব খানের প্রতি নিজের ভালোবাসা ও সম্মানের কথা খোলাখুলি বলেছেন অপু বিশ্বাস। প্রায়ই স্মৃতিচারণ করেন তাদের একসঙ্গে কাটানো মধুর মুহূর্তগুলোর। সম্প্রতি এক পডকাস্টে এমনই এক মজার অভিজ্ঞতার কথা জানালেন তিনি।

অপু বিশ্বাস জানান, একসময় শাকিব খান মজা করে তাকে ‘মটু’ বলেছিলো! আর তা শুনেই নিজের ওজন কমিয়ে ফেলেন নায়িকা।

আরও পড়ুন

সেই পডকাস্টে অপু বলেন, ‘অনেক মজার স্মৃতি আছে। একটা ঘটনা বলি, সেন্ট্রাল পার্কে ঘোড়ায় চড়ার কথা ছিল। আমি আসতে একটু দেরি করি। জয় আইসক্রিম খেতে চাইলে আমি সেটা আনতে গিয়েছিলাম। ফিরে এসে দেখি জয় আর তার বাবা ঘোড়ায় উঠে গেছে। আমি তখন দৌড়ে গিয়ে বলছিলাম- এই আমাকে নেবে না?’

অপু আরও যোগ করেন, ‘একটা ভিডিও দেখবেন যেখানে আমি দৌড়ে আসছি আর চুল ঠিক করছি। ওই ভিডিওটাই জয়ের বাবা করেছিলেন। পরে লোকেরা আমাকে ঘোড়ায় তুলে দেয়। আমি শাকিবকে বললাম ‘তুমি এইটা কেন করলে, ও বলল যে- ইচ্ছে করে। তুমি দৌড় দিবা আমার ভালো লাগবে, তাই। ’ তখন একটু মোটাও ছিলাম। শাকিব বলল, ‘দৌড়াও, মোটাটা একটু কমবে।’

অপু বিশ্বাস এও বলেন, ‘শাকিব মাঝে মাঝে আমাকে ‘মটু’ বলে পঁচাতো। এখন আর সুযোগ নেই, কারণ আমি শুকিয়ে গেছি।’

ডিএ

Lading . . .