
দুই বেলা ভাত খেয়েও যেভাবে ওজন নিয়ন্ত্রণে রেখেছেন জান্নাতুল পিয়া
২০১৭ সালের কথা, প্রথম আলোর লাইফস্টাইল ফিচার পাতা ‘নকশা’র প্রচ্ছদ হবে ঐতিহ্যবাহী কাপড় খাদি। মডেল জান্নাতুল পিয়াকে নিয়ে ছবি তুলতে কুমিল্লার এক প্রত্যন্ত গ্রামে যায় নকশা দল। সকাল থেকে শুরু হয় ছবি তোলার কাজ। আশপাশে কোনো খাবারের দোকান না থাকায় সকালটা হালকা খাবার দিয়েই পার করে দেয় পিয়াসহ নকশা দল।৭ সেপ্টেম্বর, ২০২৫